টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে করোনা উপসর্গ নিয়ে শাহ আলম (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
নিহত শাহ আলম টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা আমিন বাজার এলাকার মৃত আব্দুস সামাদ মিয়ার ছেলে। তিনি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সদস্য ছিলেন। এ ঘটনার পর ওই বাড়িসহ আশেপাশের আরও ৫টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
স্থানীয় এবং সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে তিনি ঠাণ্ডা জ্বর এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। পাশাপাশি তার হাঁপানির সমস্যা ছিলো৷ হঠাৎ করে বুধবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকায় কুর্মিটোলা হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। অ্যাম্বুলেন্সে উঠানোর সময়ই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, এ ঘটনার পর ওই বাড়িসহ আশপাশের মোট ৫টি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা ঢাকায় পাঠানো হবে, রিপোর্ট আসার পর বুঝা যাবে সে করোনা আক্রান্ত ছিলেন কিনা।
Leave a reply