নানা ধরনের প্রযুক্তি আর কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েও করোনার বিস্তার ঠেকাতে পারছে না ইসরাইল। গত শুক্রবার থেকে দেশটিতে লকডাউন চলছে।
এরপরও লাফিয়ে লাফিয়ে করোনা রোগীর সংখ্যা বাড়ছেই সেখানে। আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরাইলে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৬ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪০৪ জনে। এতে প্রাণ হারিয়েছেন এ পর্যন্ত ৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা ৮ জন ইসরাইলির প্রাণ কেড়ে নিয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
তারা জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ৮০১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে, হাসপাতালে চিকিৎসাধীন ১৪৭ জনের অবস্থা সঙ্কটাপন্ন রয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ইসরাইলের খোদ স্বাস্থ্যমন্ত্রী।
গত ২ এপ্রিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণায়ের বরাত আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছিল, ৭১ বছর বয়সী ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী ইয়াকোভ লিটজম্যান ও তার স্ত্রীর করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর থেকে আইসোলেশনে রাখা হয়েছে তাদের। করোনা পরিস্থিতির পর বাড়িতে বসেই সরকারি কাজকর্ম করছিলেন ইয়াকোভ । এরপরও আক্রান্ত হলেন তিনি।
সূত্র: আল জাজিরা
Leave a reply