সময়টা এখন থেকে ১৫ বছর আগে। ২০০৫ সাল। একটি বই লিখে তীব্র সমালোচনার মুখে পড়েন লেখক পিটার মে। আলোচিত সেই বইয়ের নাম ছিলো ‘লকডাউন’। প্রকাশক বইটি বাতিল করে দেন। প্রকাশক সেই সময় বলেছিলেন, অবাস্তব চিন্তা নিয়ে বিভোর থাকার সময় সেই আমাদের। কিন্তু বাস্তবে এখন পুরো বিশ্বই লকডাউন।
বইটির মূল কথা ছিলো মহামারি হবে বিশ্বময়। অবশ্য মহামারির নাম দেননি তিনি। ১৫ বছর আগে যেই বইয়ের জন্য গালি খেয়েছিলেন পিটার সেই বইয়ের এবার খোঁজ পড়েছে জোরেশোরে। কারণ বিশ্ব এখন করোনাভাইরাসের কাছে বন্দী। কার্যত অচল পুরো বিশ্ব। মানে লকডাউন।
সম্প্রতি পিটার মের সেই বইটি প্রকাশ করতে আগ্রহী হয়েছেন একজন প্রকাশক। ৩০শে এপ্রিল বইটি বাজারে আসবে। বাজারে আসার আগেই মিলিয়ন কপি বিক্রিও হয়ে গেছে।
পিটার মে বলছেন, এটা তার সম্পূর্ণ কল্পনাপ্রসূত ছিল না। বৃটেন ও আমেরিকার মহামারি বিশেষজ্ঞদের নানা গবেষণাপত্র দেখেই বইটি লিখেছিলেন।
Leave a reply