বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে সংঘাতময় পরিস্তিতির ৫ বছর পর ইয়েমেনে অস্ত্র বিরতির ঘোষণা দিলো সৌদি নেতৃত্বাধীন জোট। বুধবার এ ঘোষণা দেয়া হয় সৌদি জোট ও ইয়েমেন উভয় পক্ষ থেকেই।
দুই পক্ষের মধ্যে বৈঠকে বলা হয়, কমপক্ষে ২ সপ্তাহ কার্যকর থাকবে এই অস্ত্র বিরতি। এই সময়ের মধ্যে, সব ধরণের হামলা-অভিযান বন্ধ থাকবে।
গেলো মাসে দুই পক্ষের মধ্যে অস্ত্র বিরতির আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। করোনাভাইরাসের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানানো হয়।
Leave a reply