লকডাউনে বিয়েও না, বিচ্ছেদও না!

|

করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবের মধ্যে যেমন বিয়ে করা যাবে না, তেমনি বিচ্ছেদেও নিষেধাজ্ঞা দিয়েছে দুবাইয়ের আদালত। একসঙ্গে বহু মানুষের সমাগমের আশঙ্কা থেকেই এমন নির্দেশ এসেছে। ভারতীয় গণমাধ্যম জি নিউজের খবরে এমন তথ্য জানা গেছে।

লকডাউনের মধ্যে নতুন বিয়ে হওয়ার সম্ভাবনা কম। কিন্তু বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা ঘটছে অহরহ। করোনার প্রকোপে লকডাউনের মধ্যে চীনে বিয়ে বিচ্ছেদের হার বেড়েছে।

দুবাইয়েও এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে খবরে দাবি করা হয়। চার দেয়ালে ঘরবন্দি থাকায় স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ বাড়ছে। যে কারণে পরিবারগুলোতে বিচ্ছেদও ঘটছে বেশি।

বৈশ্বিক মহামারী করোনার লকডাউনে দুবাইয়ের আদালতে বাড়ছিল বিবাহবিচ্ছেদের আবেদন।

ফলে বিচার বিভাগের পক্ষ থেকে নোটিশ জারি করে স্পষ্ট বলা হয়েছে, লকডাউনের সময় বিয়েও করা যাবে না, বিবাহবিচ্ছেদের আবেদনও করা যাবে না।

পরবর্তী নোটিস জারি না হওয়া পর্যন্ত এই নির্দেশ সবাইকে পালন করতে হবে। বিচারক খালেদ আল-হাওসনি বলেন, যারা লকডাউনের আগেই বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা পূরণ করে রেখেছেন; তারা এই সময় বাড়িতে বিয়ের উপাচার সেরে রাখতে পারেন।

তিনি বলেন, তবে কাউকে দাওয়াত করতে পারবেন না। এমনকী আত্মীয়—স্বজনদের কাউকেই ডাকা যাবে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply