দেশ লকডাউন: অ্যাম্বুলেন্সেই চলছে মদ পাচার

|

করোনা সংকটে স্থবির পুরো বিশ্ব। লকডাউন হয়েছে সমগ্র ভারত। কিন্তু এর ভেতরেই চলছে অবৈধ কার্যক্রম। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে একটি অ্যাম্বুলেন্স আটক করে হবিপুর পুলিশ। তার ভেতর থেকে প্রচুর পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক সন্দেহ হবিবপুরের কোনও দোকান থেকে বেআইনিভাবে এই মদগুলি মালদার দিকে নিয়ে আসা হচ্ছিল মনে করা হচ্ছে। অ্যাম্বুলেন্সটিকে আইহো নাকা চেকিং-এর কাছে পুলিশ আটক করার পর এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে কোলকাতা টাইমস খবর প্রকাশ করে।

খবরে আরও বলা হয়, লকডাউনের শুরু থেকেই পুলিশ এবং আবগারি দফতরের কাছে বেআইনিভাবে মদ বিক্রির খবর আসে। অনেক ক্ষেত্রেই গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে নিয়ম ভেঙে অনেক বেশি দামে মদ বিক্রি করা হচ্ছিল। ফলে এই চক্রকে ধরতে সক্রিয় হয়েছিল পুলিশ।

বিভিন্ন দোকানে থাকা মদ গোপনে বের করে তা চড়া দামে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়। এক্ষেত্রে মদ বিক্রেতা কিছু এজেন্ট ও রাস্তার ধারে থাকা বিভিন্ন ধারার সাহায্যে এই বেআইনি কাজগুলি করছিলেন বলে জানায় পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply