পোশাক শ্রমিকদের নতুন ৬ লাখ মোবাইল অ্যাকাউন্ট

|

মোবাইল ব্যাংকিং-এ ৬ লাখের বেশি নতুন হিসাব খুলেছেন পোশাক শিল্পের শ্রমিকরা। বিকাশ, রকেট এবং নগদে এসব হিসাব খোলা হয়েছে।

করোনা পরিস্থিতি মোকাবেলায়, পোশাক শিল্প শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে সরকার। যা বিতরণ করা হবে ব্যাংকের মাধ্যমে। এ অর্থ সরাসরি যাবে শ্রমিকের মোবাইল অথবা ব্যাংক হিসাবে। এ জন্য বেড়েছে মোবাইল ব্যাংকিং হিসাব খোলার পরিমাণ।

গেলো কয়েক দিনে ৩টি প্রতিষ্ঠানের মাধ্যমে মোবাইল ব্যাংকিং হিসাব খোলা হয়েছে ৬ লাখের বেশি। এর মধ্যে বিকাশ একাই খুলেছে ৩ লাখ ৬০ হাজার একাউন্ট। রকেট এক লাখ ৬০ হাজার এবং নগেদের মাধ্যমে খোলা হয়েছে ৮৫ হাজার মোবাইল ব্যাংক হিসাব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply