করোনায় মৃতদের মরদেহ পোড়ানো বাধ্যতামূলক করেছে শ্রীলঙ্কা

|

করোনাভাইরাসে আক্রান্তদের মরদেহ পোড়ানো বাধ্যতামূলক করেছে শ্রীলঙ্কা সরকার।

দেশটির সংখ্যালঘু মুসলমানদের প্রতিবাদ অগ্রাহ্য করেই রোববার এই নির্দেশ জারি করা হয়।

শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যিনিই মারা যাবেন, তাঁর মরদেহ পোড়ানো হবে। ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে সাতজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে তিনজন মুসলমান। পরিবারের বিরোধিতা সত্ত্বেও মরদেহগুলো পুড়িয়ে ফেলে কর্তৃপক্ষ।

দেশটির মোট জনসংখ্যার ১০ ভাগই মুসলমান। শ্রীলঙ্কায় করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশজুড়ে অনির্দিষ্টকালের কারফিউ জারি রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply