করোনাভাইরাসের কারণে বন্ধ থাইল্যান্ডের নিজস্ব ঐতিহ্যবাহী বর্ষবরণের অনুষ্ঠান সংক্রান।
সাধারণত এপ্রিলের ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত চলে আনুষ্ঠানিকতা। সব ধরণের জনসমাগম এড়াতে বিখ্যাত জল ছেটানোর উৎসবও বাতিল করেছে ব্যাংকক কর্তৃপক্ষ।
একইসাথে, ১০ দিনের জন্য সব ধরণের পানশালা বন্ধ রেখেছে, স্থগিত পানীয় বিক্রি। ঘরে থেকেই বর্ষবরণ উদযাপনের আহ্বান জানানো হয়েছে।
তাছাড়াও নিজ শহর থেকে অন্যান্য যে কোনও স্থানে যাওয়ার ব্যাপারে জারি হয়েছে নিষেধাজ্ঞা। থাইল্যান্ডে এখন পর্যন্ত করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪০ জন; আক্রান্ত আড়াই হাজারের বেশি।
Leave a reply