২৫ এপ্রিল পর্যন্ত ঘরে থাকতে পারলে করোনার বিরুদ্ধে জয় হবেই: স্বাস্থ্যমন্ত্রী

|

আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ঘরে থাকতে পারলে করোনার বিরুদ্ধে জয় হবেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, করোনার বিস্তার রোধে আমাদের আরো সচেতন হতে হবে। লকডাউন আরও কার্যকর করতে হবে। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া যাবে না। প্রয়োজনে বের হলে মাস্ক পরে বের হতে হবে। নির্দেশনা মেনে চলতে হবে।

জাহিদ মালেক বলেন, বেশি বেশি পরীক্ষা করতে হবে। অপরকে পরীক্ষা করানোর ক্ষেত্রে উৎসাহিত করতে হবে। হাট-বাজারে মানুষ ভিড় জমাচ্ছে। ত্রাণ নিতে গিয়েও ভিড় করছেন। এগুলো বন্ধ করতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply