করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে পেছন থেকে সাহায্য করে যেতে চান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। এরই মধ্যে, সাকিব তার সাকিব আল ফাউন্ডেশনের মাধ্যমে সহযোগিতা করছেন। ইতোমধ্যে এই ফাউন্ডেশনের একটি ওয়েবসাইট খোলা হয়েছে। ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.sahfbd.com। এই ওয়েবসাইটের মাধ্যমে সাকিব সকলকে তার ফাউন্ডেশনে অর্থ দানের জন্য অনুরোধ করেছেন।
সাকিব আল হাসান এখন স্ত্রী ও কন্যার সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে থেকে তিনি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে আসেন। সাথে ছিলেন ডাক্তারসহ আরও কয়েকজন।
সাকিব আশা করেন বাংলাদেশের মানুষ করোনার বিরুদ্ধে যুদ্ধে খুব দ্রতই জয় লাভ করবেন। তিনি জানান, খুব হঠাৎ করেই এমন একটা পরিস্থিতিতে পড়েছে বিশ্ব। এই ক্ষেত্রে আমরা যারা প্রিভিলেজ শ্রেণির মানুষ আছি আমরা যার যার জায়গা থেকে মানুষের পাশে দাঁড়াতে পারি। আমরা ফাউন্ডেশনের মাধ্যমে সে চেষ্টাই করছি। যার যেমন সামর্থ্য সে সেভাবে দিতে পারে। কারো ঘুরতে যাওয়ার টাকা থেকে কিছু বাঁচিয়ে, যাকাতের টাকা, টিফিন থেকে বাঁচানো টাকা। আমরা যদি সবাই মিলে অল্প অল্প করে সাহায্য করি তাহলে বড় অঙ্কের টাকা হবে। তা দিয়ে আমরা পিপিই বা স্বাস্থ্য সংক্রান্ত অন্য কিছু কিনে সাহায্য করতে পারব, দরিদ্রদের সাহায্য করতে পারব।
সাকিব বলেন, আমি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ দেখিনি। কিন্তু ইতিহাস থেকে পড়েছি অনেকে অনেকভাবে সামনের সারির মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছে। কেউ খাবার দিয়েছে, কেউ কাপড় দিয়েছে, কেউ তথ্য দিয়ে সাহায্য করেছে। আমি চিকিৎসক না। সুতরাং, করোনা মোকাবেলায় আমি সামনে থেকে কাজ করতে পারব না। কিন্তু একজন পেছনের যোদ্ধা হিসেবে তো কাজ করতে পারব।
গত মার্চের শেষভাগে অনেকটা হঠাৎ করেই ‘দ্যা সাকিব আল হাসান ফাউন্ডেশন’ চালু করার ঘোষণা দেন সাকিব। দেশ সেরা ক্রিকেটারের এই ফাউন্ডেশন আপাতত করোনাভাইরাস মোকাবিলায় কাজ করছে। সাকিব জানালেন, তার লক্ষ্য ভবিষ্যতে এই ফাউন্ডেশনের কাজে পরিধি আরও বড় হবে। বলেন, ইনশাআল্লাহ ইচ্ছা আছে। হাসপাতাল, স্কুল, কলেজ এ ধরনের সেবা যদি দিতে পারি তাহলে এর থেকে ভালো কিছু আর হতে পারে না। আমি ক্রিকেটের মানুষ, যদি একটি অ্যাকাডেমি করতে পারি এ ফাউন্ডেশনের থেকে তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না।
উল্লেখ্য, সাকিবের ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের জন্য ইতোমধ্যেই বেশ কিছু সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনাভাইরাস পরীক্ষার কিটও সরবরাহ করা হয়েছে।
Leave a reply