অনলাইন হাইকোর্ট বেঞ্চ চালুর আবেদন দুই আইনজীবীর

|

করোনা পরিস্থিতিতে বিচারকাজ চলমান রাখতে অনলাইন হাইকোর্ট বেঞ্চ চালু করার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন দুই আইনজীবী।

শনিবার সন্ধ্যায় আইনজীবী আব্দুল হালিম ও আইনজীবী ইশরাত হাসান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিসে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বরাবর এ আবেদন করেন।

পাশাপাশি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও’র নির্দেশনা অনুযায়ী দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ চেয়েছেন তারা।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি ঠেকাতে গত ২৬ মার্চ থেকে বন্ধ আছে আদালতের কার্যক্রম। এটি ৪ দফায় বাড়িয়ে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ছুটি আরও বাড়ার সম্ভবনা আছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply