পাবনা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদী উপজেলার গোয়ালবাথান গ্রামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৯) ভোরে গ্রামের একটি পারিবারিক গোরস্থানের সামনে থেকে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম দিনাজ প্রামাণিক (৪৫)। তিনি পার্শ্ববর্তী দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের হামিজ উদ্দিন প্রামাণিকের ছেলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সকালে গোয়াল বাথান গ্রামের একটি গোরস্তানের সামনে দিনাজ প্রামাণিকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
নিহতের গলায় কালো দাগ রয়েছে। প্রাথমিক সুরতহালে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমকিভাবে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, কারা কি কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। এ ঘটনায় ঈশ্বরদী থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a reply