কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারীদের ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে। এতে জাফর আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল হতে ২ লাখ পিস ইয়াবা ও একটি দেশিয় তৈরি অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার দিনগত রাতে (রাত সাড়ে ১১টা) শাহপরীর দ্বীপ এলাকায় নাফ নদীর মোহনায় ‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনা ঘটে।
নিহত যুবক সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার জেবর মুল্লুকের ছেলে।
টেকনাফস্থ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল ফয়সল হাসান খান জানান, মিয়ানমারের দিক হতে ৩-৪ জন ব্যক্তিকে একটি কাঠের নৌকায় ঘোলার চরের দিকে আসতে দেখলে শাহপরীরদ্বীপ বিওপি ফাঁড়ির নিয়মিত টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। এসময় নৌকায় থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং বিজিবি সদস্যদের উপর গুলিবর্ষণ করে। বিজিবি পাচারকারীদের ধাওয়া করে এবং আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। উভয়পক্ষে ৩-৪ মিনিট গুলিবিনিময়ের পর পাচারকারীরা গ্রামের ভেতর পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি করে গুলিবিদ্ধ এক যুবকসহ দুই লাখ পিস ইয়াবা, গুলি উদ্ধার করে।
গুলিবিদ্ধ যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
Leave a reply