করোনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফুটবল লিগ চালিয়ে যাচ্ছে বেলারুশ

|

করোনা মহামারীকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দর্শকশূন্য গ্যালারিতে লিগ চালিয়ে যাচ্ছে বেলারুশ ফুটবল কমিটি।

শনিবার, বোরিসোভ স্টেডিয়ামে ছিল বেটা-বোরিসোভ ও টর্পেডো বেলাজ-এর ম্যাচ। প্রথমার্ধে বেটা বরিসোভের পক্ষে একটি পেন্টাল্টি মিস করেন পাভেল নেকাজিক। এর খেসারত তাদের দিতে হয়েছে পয়েন্ট ভাগ করে নিয়ে।

শেষ পর্যণ্ত ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply