গতকাল শনিবার পর্যন্ত দেশে ২১৪৪ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে ৮৭৭ জনই ঢাকার বাসিন্দা, যা আক্রান্তদের ৩২ শতাংশ। এদিকে বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের তথ্য অনুযায়ী দেখা যায় ১৮ এপ্রিল পর্যন্ত মোহাম্মদপুরে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। যা বিভিন্ন এলাকার সংখ্যা থেকে সর্বোচ্চ।
পরিসংখ্যানে দেখা যায়, মোহাম্মদপুরের পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ওয়ারীর বাসিন্দারা, ২৮ জন। তারপরে রয়েছে মিটফোর্ডে- ২৬ জন, লালবাগে ২৩ জন আর যাত্রাবাড়ীতে ২৫ জন। উত্তরায় আক্রান্ত হয়েছেন ২৩ জন, ধানমন্ডিতে ২১ জন।
পুরান ঢাকা এলাকায় সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন ৮৭ জন।
তবে একক মহল্লা হিসাবে হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মিরপুরের টোলারবাগে। সেখানে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ১৯ জন। আরেকটি এলাকা শাঁখারিবাজারে আক্রান্ত ১০ জন। বাসাবোতে আক্রান্ত হয়েছেন ১৭ জন।
ঢাকা মহানগরী : শনিবার পর্যন্ত রাজধানীতে ১১৫ এলাকায় ৮৪৩ জনের দেহে নতুন করে করোনার সংক্রমণ ধরা পড়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বেড়েছে ১০৩ জন। শুক্রবার এই সংখ্যা ছিল ৭৪০। ঢাকার ১১৫ এলাকার মধ্যে- আদাবর ৫, আগারগাঁও ৫, আরমানিটোলা ১, আশকোনা ১, আজিমপুর ১৩, বাবুবাজার ১১, বাড্ডা ৮, বেইলি রোড ৩, বনানী ৮, বংশাল ১৬ , বানিয়ানগর ১, বাসাবো ১৭, বসুন্ধরা ৬ , বেগুনবাড়ী ১, বেগমবাজার ১, বেড়িবাঁধ ১, বকশীবাজার ১, বছিলা ১, বুয়েট এরিয়া ১, ক্যান্টনমেন্ট ১, সেন্ট্রাল রোড ১, চানখাঁরপুল ৭ , চকবাজার ১২, ঢাকেশ্বরী ১, ডেমরা ৩, ধানমণ্ডি২১, ধোলাইখাল ১, দয়াগঞ্জ ১, ইস্কাটন ৬, ফরিদাবাদ ১, ফার্মগেট ১, গেণ্ডারিয়া ১৬, গোড়ান ১, গোপীবাগ ৩, গ্রিন রোড ১০, গুলিস্তান ৩, গুলশান ১৪, হাতিরঝিল ১, হাতিরপুল ৩, হাজারীবাগ ১৬, ইসলামপুর ২, জেলগেট ২, যাত্রাবাড়ী ২৫, জিগাতলা ৫, জুরাইন ৩, কল্যাণপুর ২, কামরাঙ্গীরচর ৪, কাজীপাড়া ৩, কারওয়ান বাজার ১, কচুক্ষেত ১, খিলগাঁও ২, খিলক্ষেত ১, কলতাবাজার ১, কদমতলী ২, কোতোয়ালি ৪, কুড়িল ১, লালবাগ ২৩ , লক্ষ্মীবাজার ৫ , মালিটোলা ১, মালিবাগ ৪, মানিকদী ১, মাতুয়াইল ১, মীরহাজীরবাগ ২, মিরপুর ১-এ ৮, মিরপুর ৬-এ ৩, মিরপুর ১০-এ ৭, মিরপুর ১১-এ ১৩, মিরপুর ১২-এ ১১, মিরপুর ১৩-এ ২, মিরপুর ১৪-এ ৬, মিটফোর্ড ২৬, মগবাজার ১১, মহাখালী ১২, মোহনপুর ১, মোহাম্মদপুর ৩৪, মতিঝিল ১, মুগদা ৩, নবাবপুর ১, নবাবগঞ্জ ২, নারিন্দা ৩, নাখালপাড়া ৫, নিমতলী ৪, নিকুঞ্জ ১, পীরেরবাগ ২, পুরানা পল্টন ২, রাজারবাগ ১৩, রামপুরা ৪, রমনা ৫, রায়েরবাগ ১, রাজাবাজার ১, রায়েরবাজার ১, সবুজবাগ ২, সদরঘাট ১, সায়েদাবাদ ১, সায়েন্স ল্যাব ১, শাহআলীবাগ ২, শাহবাগ ৬, শাঁখারীবাজার ১০, শান্তিবাগ ১, শ্যামপুর ১, শান্তিনগর ৮, শ্যামলী ৭, শেওড়াপাড়া ১, শেখেরটেক ১, সোয়ারীঘাট ৩, সিদ্ধেশ্বরী ৩, শনির আখড়া ১, সূত্রাপুর ৯, তেজগাঁও ১৬, তেজতুরী বাজার ১, টোলারবাগ ১৯, উর্দু রোড ১, উত্তরা ২৩ , ভাটারা ১ এবং ওয়ারীতে ২৮ জন।
Leave a reply