দেশ এখন করোনাভাইরাসে আক্রান্তের সপ্তম সপ্তাহ পার করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরো বলেন, এ সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। এ রকম সময়েই ইউরোপ-আমেরিকায় হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলো। প্রাণ দিয়েছিলো। যার রেশ এখনো টানছে দেশগুলো।
মন্ত্রী বলেন, ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের ঘোষণা দেয়া হয়েছিলো। কিন্তু লকডাউন সেভাবে কার্যকর হয়নি। আমরা এখনো দেখছি মানুষ বিনা প্রয়োজনে ঘরের বাইরে ঘোরাফেরা করছে। নতুন লোক আক্রান্ত হচ্ছেন। কমিউনিটি ট্রান্সমিশন বেড়ে গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন শনাক্ত হয়েছে ৩১২ জন। মারা গেছেন আরও ৭ জন।
Leave a reply