স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকেই সারাদেশে করোনা ছড়িয়ে পড়েছে। আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী বলেন, আমরা সারাদেশে কথা বলি। খবর পেয়েছি, যেসব এলাকায় করোনা রোগী পাওয়া গেছে তারা সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গেছেন। এখনো বিভিন্ন উপায়ে তাদের মাধ্যমে করোনা ছড়াচ্ছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২ হাজার ৬৩৪ জনের টেস্ট করানো হয়েছেন। এর মধ্যে ৩১২ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। আর মারা গেছেন ৭ জন। দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৫৬ জন। আর মোট মারা গেছেন ৯১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৯ জন।
Leave a reply