উহানের ভাইরাস গবেষণাগারের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে পড়েছে। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা। ছবিতে দেখা গেছে, প্রায় ১৫০০ ধরনের মহামারির ভাইরাস রাখা একটি রেফ্রিজারেটরের সিল ভাঙ্গা রয়েছে। এই ভাইরাসগুলোর মধ্যে রয়েছে বাদুর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসও।
ছবিটি ২০১৮ সালে প্রথম প্রকাশ করে রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকা চায়না ডেইলি। গত মাসে আবারো এই ছবিটি টুইটারে পাবলিশ করে তারা। কিন্তু পরে ছবিটি সরিয়ে নেয় তারা।
এদিকে ওই ছবি নিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের দাবি, এমন ব্যবস্থা থেকে সহজেই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে মানবদেহে। চলমান কোভিড-১৯ মহামারিও হয়ত এমন কোনো লিক থেকেই ছড়িয়েছে।
তবে চীনকে কাবু করতে এ ধরনের নানা তত্ত্ব ইতোমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে পশ্চিমা বিশ্বেও। এমনকি ল্যাবরটরিতে ভাইরাস তৈরির মতো অসম্ভব দাবিও করে বসছেন কেউ কেউ। এতে তাল দিচ্ছেন রাজনীতিবিদরাও।
Leave a reply