খালেদার মামলার গতি নিয়ে রিজভীর সংশয়

|

রাজনৈতিক উদ্দেশ্যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার আদালত বকশিবাজারে স্থানান্তর করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, মামলার বিচার কাজের গতি সন্দেহজনক। বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মিথ্যা মামলা চলছে সুপারসনিক গতিতে। অথচ, সরকারি দলের লোকদের মামলা ক্ষমতার জোরে হাওয়া হয়ে যাচ্ছে।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা হলেও সরকার এখনো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করতে পারেনি বলেও মন্তব্য করেছেন তিনি। বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।

শীতের প্রকোপ মোকাবেলা ও শীতার্তদের সহায়তায় সরকার ব্যর্থ হয়েছে বলেও জানান রুহুল কবির রিজভী।

যমুনা অনলাইন: টিবিজেড/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply