নোয়াখালী সদরে নারায়ণগঞ্জ ফেরত যুবকের করোনা শনাক্ত

|

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী সদর উপজেলার চর মটুয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের এক তরুণের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট ৬ জনের করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, গত ১৪ এপ্রিল মঙ্গলবার ওই যুবক নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন। খবর পেয়ে ১৫ এপ্রিল বুধবার সকালে তার নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনষ্টিটিউট অব ট্রফিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হয়। রোববার রাতে তার করোনা রিপোর্ট পজেটিভ হওয়ার খবর পাওয়া যায়। কোয়ারিন্টাইনে থাকা ওই যুবককে বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সরদার জানান, ওই গ্রামকে সম্পুর্ন লক ডাউন ঘোষণা করা হয়েছে, যাতে করে ওই গ্রামে কেউ প্রবেশ বা বাহির হতে না পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply