লকডাউনে বাড়ির টবে জাতীয় পতাকা রেখে তোপের মুখ পড়েছেন বলিউড তারকা দম্পতি কারিনা কাপুর ও সাইফ আলী খান।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গতকাল শনিবার সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দুটি ছবি পোস্ট দেন কারিনা। একটি স্বামী সাইফের। অন্যটি ছেলে তৈমুরের।
ছবিতে দেখা যাচ্ছে, হোম কোয়রান্টিনে তৈমুর এবং সাইফ আলী খান বারান্দার দেওয়ালকেই ক্যানভাস বানিয়ে তাতে ছবি আঁকছেন।
বাবা-ছেলের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরই ট্রোল করা শুরু করেন নেটিজেনরা।
কারণ যে ছবি কারিনা শেয়ার করেছিলেন তাতে দেখা যাচ্ছে, ফুলের টবে পুঁতে রাখা হয়েছে ভারতের জাতীয় পতাকা।
কিন্তু টবের মধ্যে কেন জাতীয় পতাকা কেন থাকবে?— তা নিয়ে প্রশ্ন তুলেন নেটিজেনদের একাংশ।
একজন লেখেন, ‘আমাদের জাতীয় পতাকাকে সম্মানের সঙ্গে রাখুন।’
আরেকজনের মন্তব্য, ‘আমাদের জাতীয় পতাকা কি টবের মধ্যে বেড়ে উঠবে?
অনেকেই জানতে চেয়েছেন, ‘ফ্ল্যাগ কেন ওখানে রাখা হয়েছে? এর পেছনে কারণ কী?
Leave a reply