দেশে করোনায় মৃতের সংখ্যা একশ ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন। ফলে, এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত মোট মারা গেছেন ১০১ জন। এদিকে আজকের মৃত ১০ জনের মধ্যে ঢাকায় মারা গেছেন ৫ জন। নারায়ণগঞ্জে চারজন এবং নরসিংদীতে একজন মারা গেছেন। যাদের মধ্যে পুরুষ ৮ জন, নারী দুইজন।
সোমবার দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
ব্রিফিংয়ে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৪৯২ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭৭৯টি। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৪৮ জন। মোট ২৬ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে এই সংখ্যা পাওয়া যায়।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। উল্লেখ্য, গতকাল রোববার দেশে ৩১২ জন করোনা রোগী শনাক্ত হয় ও ৭ জনের মৃত্যু হয়।
দেশে করোনায় মৃতের সংখ্যা একশ ছাড়ালো। স্বভাবতই স্বাস্থ্য অধিদফতরের ব্রিফিংয়ের পরিবেশ ছিল শোকাবহ। মৃতদের আত্মার মাগফেরাত কামনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি একইসাথে সবাইকে লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।
তিনি বলেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে দেশে করোনায় মৃতের সংখ্যা একশ ছাড়ালো। আপনারা সবাই সতর্ক থাকুন। ঘরেও অন্তত ৩ ফিট দূরত্ব মেনে চলুন। ঘন ঘন হাত ধুতে হবে। গরম পানি দিয়ে গরগরা করা যেতে পারে। সবাই সতর্ক না হলে এই মৃত্যুর মিছিল আমরা সহসা থামাতে পারবো না।
আরও দেখুন:
Leave a reply