করোনায় সবচেয়ে বেশী আক্রান্তের সংখ্যা ঢাকা মহানগরীতে। আইইডিসিআর’র তথ্যঅনুযায়ী, সোমবার পর্যন্ত শুধু ঢাকা মহানগরীতেই আক্রান্ত ১ হাজার ১’শ ৭৪ জন।
এরমধ্যে পুরান ঢাকা ও বৃহত্তর মিরপুর হটস্পট। পুরান ঢাকার ওয়ারিতে ৩০, লালবাগে ৩১, গেন্ডারিয়ায় ২১ ও বাবুবাজারে ১১ জন রোগী শনাক্ত হয়েছে।বংশালে ৩১ ,সূত্রাপুরে ১২ জন ছাড়াও ধোলাইখাল, দয়াগঞ্জসহ পুরান ঢাকার বেশিরভাগ জায়গাতেই মিলেছে সংক্রমণ।
মিরপুরের টোলারবাগে ১৯, মিরপুর-১১ তে-১৩, ১২-তে-১২ ও মিরপুর-১ তে ১১ জন। এছাড়া যাত্রাবাড়ীতে-৩৩, তেজগাঁওয়ে-২৩, বাসাবো-১৯, মহাখালী-১৬, গ্রীণরোডে-১০, গুলশানে-১৬, ধানমন্ডিতে-২৩, মোহাম্মদপুরে-৩৮ ও উত্তরায়-২৩ জন শনাক্তের কথা জানিয়েছে আইইডিসিআর।
করোনা সতর্কতায় অনেক এলাকা ও ভবন লকডাউন করা হয়েছে।
Leave a reply