মেহেরপুর মুজিবনগরে প্রথম করোনা রোগী শনাক্ত

|

মেহেরপুরে প্রতিনিধি:

মেহেরপুরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবার সকালে মেহেরপুর সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। আক্রান্ত ব্যাক্তির বাড়ি মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামে। এদিকে করোনা রোগী শনাক্ত হওয়ায় ওই এলাকার দশ বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি জানান, দুই দিন আগে আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছিল। বুধবার সকালে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। পরে সকালে রোগীকে নিজ বাড়িতে একটি রুমে একা থাকার জন্য নির্দেশ দেওয়া হয়। এদিকে আশেপাশের দশ বাড়ি লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আর্দেশ বলবত থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply