গত ২৪ ঘণ্টায় করোনা রোগী সুস্থ হয়েছেন ৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৯২ জন। এরআগে গতকাল সুস্থ হয়েছিলেন ২ রোগী।
আজ বুধবার বিফ্রিংয়ে সুস্থ রোগীর সংখ্যা কম নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেন, যারা আক্রান্ত তাদের সুস্থ হতে অনেক সময় লেগে যায়। অনেক সময় উপসর্গ ও লক্ষণ নিয়ে ১৪-১৫ দিন থাকেন তারপর এই উপসর্গ কমতে থাকে। এবং প্রায় মাসখানেক লেগে যায় সম্পূর্ণ সুস্থ হতে।
তিনি আরও বলেন, আমরা একজন রোগী তখনই সম্পূর্ণ সুস্থ বলবো যখন পরপর দুটি টেস্টে নেগেটিভ আসে। এর ফলে মৃতের তুলনায় সুস্থ হওয়ার হারটা কম বলছেন তিনি।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৯০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭৭২ জন, মোট মারা গেছেন ১২০ জন।
Leave a reply