ধীরে ধীরে দেশের প্রায় সব প্রান্তেই ছড়িয়েছে করোনা সংক্রমণ। সোমবার পর্যন্ত, রাজধানী ঢাকা’সহ মোট ৫৮ জেলায় রোগী শনাক্তের কথা জানিয়েছে আইইডিসিআর।
ঢাকার পরেই সবচেয়ে বেশি ৫০৮ জন আক্রান্ত হয়েছে নারায়ণগঞ্জে। এর পরে আছে গাজীপুর, সেখানে আক্রান্তের সংখ্যা ২৬৯। এছাড়া ঢাকা বিভাগে কিশোরগঞ্জে ১৪৬, নরসিংদীতে ১৩৬ ও মুন্সিগঞ্জে ৬১ জন, ঢাকা বিভাগে মোট আক্রান্ত ১ হাজার ২৮৪ জন।
দেশের বন্দর নগরী চট্টগ্রামে রোগী শনাক্ত হয়েছে ৪২ জন। কুমিল্লায় আক্রান্ত ২৭, ব্রাহ্মণবাড়িয়াতে ২৪ জন। আর, পুরো চট্টগ্রাম বিভাগে এ সংখ্যা ১৪৪।
ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ১৩৩; এরমধ্যে, ময়মনসিংহ জেলায় ৬৩ ও জামালপুরে ২৯ জন।
দক্ষিণের বিভাগ বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা এখন ৭১, এর মধ্যে শুধু বরিশাল জেলাতেই ৩৪ জন।
রংপুরে বিভাগে আক্রান্তের সংখ্যা মোট ৬০। গাইবান্ধা ও দিনাজপুর দুই জেলাতেই আক্রান্ত মোট ১৩ জন।
রাজশাহী বিভাগে ২৫, খুলনায় ২৩ ও সিলেটে এখন পর্যন্ত ২০ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা।
Leave a reply