একনজরে বিশ্বজুড়ে করোনাভাইরাসের সবশেষ তথ্য।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা প্রায় ১ লাখ ৮৪ হাজারের বেশি; ২৬ লাখ ৩৭ হাজার ছাড়ালো আক্রান্তের সংখ্যা। নতুনভাবে সংক্রমিত ৭৫ হাজারের বেশি। একদিনেই মারা গেলেন ৬ হাজার ৭৭৬ জন।
একদিনে যুক্তরাষ্ট্রে মারা গেলেন ৩ হাজারের বেশি। দেশটিতে মোট প্রাণহানি প্রায় ৪৭ হাজার ৬শ’র বেশি। নতুনভাবে আরও ২৬ হাজারের কাছাকাছি সংক্রমিত; মোট আক্রান্ত ৮ লাখ ৪৯ হাজারের বেশি।
স্পেনে মৃতের সংখ্যা ২২ হাজারের কাছাকাছি। দু’লাখের বেশি আক্রান্ত। নতুন সংক্রমিত ৪ হাজারের মতো। একদিনে প্রাণহানি ৪৩০।
ইতালিতে একদিনে ৫৩৪ জনের প্রাণহানি, মৃতের সংখ্যা ২৫ হাজারের বেশি। আক্রান্ত প্রায় ১ লাখ ৮৭ হাজারের বেশি। নতুনভাবে আরও প্রায় তিন হাজারের মতো শনাক্ত।
ফ্রান্সে মোট মৃতের সংখ্যা ২১ হাজারের বেশি। একদিনে ৫৩১ জনের মৃত্যু হলো। নতুনভাবে সংক্রমিত প্রায় দু’হাজার ৬শ’ । মোট আক্রান্ত ১ লাখ ৬০ হাজারের কাছাকাছি।
ব্রিটেনে আরও ৮২৮ জন মারা গেলেন করোনাভাইরাসে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা ১৮ হাজার ছাড়ালো। আক্রান্তের সংখ্যা প্রায় ১ লাখ ৩৩ হাজারের বেশি। নতুনভাবে সংক্রমিত ৪ হাজারের বেশি।
Leave a reply