গরিব মানুষের পাশে দাঁড়ালেন সেই রানু মণ্ডল

|

রানু মণ্ডল। কলকাতার রানাঘাট স্টেশনে লতা মঙ্গেশকরের গান গেয়ে তারকা বনে গেছেন। সম্প্রতি তারকা হলেও নিজের অতীতকে ভুলে যাননি তিনি। এই করোনাভাইরাসের কারণে অবরুদ্ধ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

এই দুর্যোগে রানু মণ্ডল নিজের এলাকার গরিবদের মাঝে চাল, ডাল বিতরণ করেছেন।

রানু মণ্ডল বলেন, সৃষ্টিকর্তা আমাকে অনেক সাহায্য করেছেন। যেখানে ভালোবাসা, সেখানেই সৃষ্টিকর্তা। মানুষের সততার ফল কখনো বৃথা যায় না। ভালো কাজ করলে তার সুফল একদিন পাবেই।

২০১৯ সালে রানাঘাট স্টেশনে রানুর গান শুনে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এক ব্যক্তি। তারপর থেকেই ভাইরাল হয়ে যায় রানু। ডাক পান তিনি মুম্বাই থেকে। হিমেশ রেশমিয়ার হাত ধরে বলিউড ছবিতে প্লে-ব্যাকও করে ফেলেন তিনি। উদিত নারায়ণের সঙ্গে ডুয়েট গান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply