করোনার কারণে বাতিল হলো ফ্রেন্স লিগ

|

ডাচ লিগের পর এবার করোনাভাইরাসের কারণে বাতিল হয়ে গেলো ফ্রান্সের লিগ। ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপে আগামী সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের খেলার নিষিদ্ধ করায় মূলত বাতিল হলো নেইমার, এম্বাপেদের লিগা ওয়ান।

ফ্রান্সের প্রধানমন্ত্রী এই ঘোষণায় সবচেয়ে অসন্তুষ্ট পিএসজি। কারণ তারকা বহুল দলটি শিরোপার সুবাস পাচ্ছিলো। সেই সাথে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হয়েছে ক্লাবটির। তবে লিগে মাঝ পর্যন্ত শীর্ষে থাকায় আগামী মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত পিএসজির। আর দুই ও তিনে থাকা অলিম্পিক মার্সেই ও রেনে খেলবে ইউরোপা লিগে। ফ্রেঞ্চ লিগ বাতিল হলেও আগস্ট থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স লিগে খেলবে প্যারিস সেন্ট জার্মেই। শেষ ৮ নিশ্চিত হওয়া পিএসজি তাদের হোম ম্যাচ গুলো অন্য দেশে খেলে টুর্নামেন্ট অংশ নেবে, নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply