এডিশ মশা নিধনে ১০ মে’র মধ্যে ভবনে জমে থাকা পানি অপসারণের আহবান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। অন্যথায় সাজা দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ বুধবার সকালে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে এসব বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন,জনগন সচেতন না হলে সিটি কর্পোরেশনের একার পক্ষে মশা এবং লার্ভা নিধন সম্ভব নয়। বর্তমান সময়ের ছুটিকে ঘর বাড়ি কাজে লাগানোর জন্য ব্যয় করার পরামর্শও দেন তিনি।
এসময়, ঢাকার দুই সিটি কর্পোরেশনের কাছেই আগামী এক বছরের জন্য মানসম্মত মশা নিধনের ওষুধ মজুদ আছে বলেও আশ্বস্ত করেন স্থানীয় সরকার মন্ত্রী।
Leave a reply