করোনা যেন পিছু ছাড়তেই চাইছে না আর্জেন্টাইন ফুটবল তারকা ও ক্লাব জুভেন্টাসের ফরোয়ার্ড সোলজার পাওলো দিবালাকে। এ নিয়ে গত দেড় মাসে স্বাস্থ্যবিধি ও নিয়মকানুন মেনে চলার পরও টানা চারবার কোভিড১৯ পজেটিভ রিপোর্ট এসেছে তার।
গত ২১ মার্চ দিবালা ও তার বান্ধবী ওরিয়ানা সাবাতিনির কোভিড-১৯ পজেটিভ আসার খবর জানান দিবালা নিজেই। এরপর থেকেই পুরোপুরি আইসোলেশনে তারা।
তবে এর মধ্যে তার বান্ধবী আগের চেয়ে সুস্থবোধ করলেও তার নিজের অবস্থার কোন উন্নতি হয়নি বলে জানান তিনি। গত ছয় সপ্তাহে ৪ বারের মতো করোনা সংক্রমণ নিশ্চিত হওয়ার পরীক্ষা করলে প্রতিবারই তার ফলাফল পজেটিভ আসে তার।
জুভেন্টাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে করোনায় আক্রান্ত হয়েছেন দিবালা। তার আগে ব্লেইস মাতুইদি এবং ড্যানিয়েল রুগানিও করোনা পজিটিভ ছিলেন। তবে সুস্থ হয়ে গেছেন দুজনই। কিন্তু দিবালারই মিলছে না করোনা নেগেটিভ সার্টিফিকেট।
Leave a reply