বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলছে। এর ফলে অনেক দেশেই প্রকাশ্যে থুথু ফেলা নিষিদ্ধ করেছে। ভারতের কলকাতা রাজ্যেও নিষিদ্ধ করা হয়েছিলো প্রকাশ্য থুথু ফেলা। এর ব্যতয় ঘটায় ৫৫ বছরের বৃদ্ধ কুমার গৌরিশারিয়ার বিরুদ্ধে নিউ আলিপুর থানার পুলিশ মামলা দায়ের করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওয়েস্টবেঙ্গল প্রহিবিশন অব স্মোকিং এন্ড স্পিটিং এন্ড প্রটেকশন অব হেল্থ অব নন-স্মোকার এন্ড মাইনরস অ্যাক্টে এই মামলা করা হয়েছে। এই আইন অনুযায়ী অভিযুক্তকে গ্রেপ্তার এবং ২ হাজার থেকে ৫ হাজার রুপি পর্যন্ত জরিমানা করার সুযোগ রয়েছে। সম্প্রতি কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা সমস্ত ফিল্ড অফিসারদের প্রকাশ্যে থুথু ফেললে কঠোর ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছে। শুধু রাস্তাঘাট বা প্রকাশ্য স্থান ছাড়াও সরকারি ভবনে, হাসপাতালে, আদালতে, স্কুল কলেজেও থুথু ফেললে কঠোর ব্যবস্থা নেবার কথা বলা হয়েছে। তবে প্রকাশ্যে মাঠেঘাটে বা রাস্তায় থুথু ফেলতে দেখা গেলে কলকাতা পুলিশ আইন এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনেও মামলা করার বিধান রয়েছে।
Leave a reply