করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় সবাইকে শারীরিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। দেশে দেশে লকডাউন করে ঘরে থাকতে বলা হচ্ছে জনগণকে। তবুও অনেকে মানছেন না এই নির্দেশনা। বেরিয়ে পড়ছেন বাইরে। মানছেন না শারীরিক দূরত্বের নির্দেশনা। অথচ যারা সামাজিক দূরত্ব বজায়ের প্রয়োজনীয়তার বিন্দু বিসর্গও জানে না সেই বাঁদরেরা দিব্যি মেনে চলছে নিয়ম। সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে। যাতে দেখা গিয়েছে, নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখেই দিব্যি খাওয়াদাওয়া করছে বানরগুলো। খবর সংবাদ প্রতিদিন।
সম্প্রতি ভারতের কেন্দ্রীয় এক মন্ত্রী কিরেণ রিজিজু এই ছবিটি টুইট করেন। তাতে দেখা গিয়েছে একজন যুবক কিছু তরমুজ কেটে বাঁদরদের হাত দিচ্ছেন। রাস্তার একাংশ জুড়ে বসে রয়েছে বেশ কয়েকটি বাঁদর। তবে প্রত্যেকেই নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে বসে রয়েছে। তারা এক এক করে হাত বাড়িয়ে ওই তরমুজ নিচ্ছে। এভাবেই কলাও নিয়েছে তারা। কোনও তাড়াহুড়ো না করে দিব্যি দূরত্ব বজায় রেখে খাবার খাচ্ছে বাঁদরেরা। অরূপ কালিতা নামে এক ব্যক্তি অরুণাচল প্রদেশের ভালুকপংয়ে এই ছবিটি তোলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর ছবিটি ভাইরাল হয়ে যায়।
Leave a reply