গত ৩১ ডিসেম্বর করোনাভাইরাস প্রধম শনাক্ত হয় চীনের উহানে। এরপর সারা বিশ্বে ছড়িয়ে পরে এই ভাইরাস। কিন্তু এখনও ১৪টি দেশ ও দুটি অঞ্চল করোনা মুক্ত। এসব দেশে কেউ করোনায় আক্রান্ত হয়নি। এছাড়া আক্রান্ত হলেও ১১টি দেশের এখন পর্যন্ত কেউ মারা যায়নি।
১৪ টি দেশের মধ্যে চারটি আফ্রিকান দেশ। একটি মধ্য এশিয়ার দেশ। বাকিসব ওশেনিয়া অঞ্চলের দেশ।
করোনামুক্ত দেশ সমুহ হলো: এশিয়ার দেশ তুর্কমেনিস্তান। আফ্রিকা মহাদেশের-মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কতে ডি’ভরে, লেসোথো ও সোয়াজিল্যান্ড।
ওশানিয়া অঞ্চলের- ভানুয়াতু, তুভালু, টোঙ্গা, নাউরু, পালাউ, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, কিরিবাতি ও মার্শাল দ্বীপপুঞ্জ। এর বাইরে করোনামুক্ত দুটি বিশেষ অঞ্চল হলো মাইক্রোনিশিয়া ও হলি সি।
জানা যায়, জনবসতি খুবই কম এবং ভৌগোলিকভাবে অনেকটাই বিচ্ছিন্ন বলে করোনামুক্ত রয়েছে এসব দেশে।
এদিকে আক্রান্তের সংখ্যা ৫০ জনের বেশি হলেও বৃহস্পতিবার পর্যন্ত মৃত্যুর ঘটনা ঘটেনি, এমন দেশ ও অঞ্চল রয়েছে ১১টি। এগুলো হল রেউনিও, ভিয়েতনাম , রুয়ান্ডা, ফ্যারো দ্বীপপুঞ্জ, জিব্রাল্টার, মাদাগাস্কার, কম্বোডিয়া , উগান্ডা, মোজাম্বিক, ফ্রেন্স পলিনেশিয়া ও নেপাল।
Leave a reply