নেত্রকোণায় স্কুল ছাত্রীর হাত পা বাঁধা লাশ উদ্ধার

|

নেত্রকোণার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের লামাপাড়ায় নিখোঁজের একদিন পর পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীর হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, লামাপাড়া গ্রামের আব্দুল মন্নাফের মেয়ে মণি আক্তার (১২) বৃহস্পতিবার সকাল দশটার দিকে একই এলাকার তালেব আলীর নিকট প্রাইভেট পড়তে যায়। পরে আর সে ফিরে আসেনি। নিখোঁজের পর তার স্বজনরা খুঁজে পায়নি তাকে। আজ সকালে একটি জঙ্গলের পাশে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

নেত্রকোণার পুলিশ সুপার আকবর আলী মুনসী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ধারণা করা হচ্ছে মেয়েটির শ্বাসরোধ হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply