অসুস্থ ছানাকে নিয়ে হাসপাতালে বিড়াল; নিশ্চিত করলো চিকিৎসা

|

অসুস্থ ছানাকে হাসপাতালে বিড়াল; নিশ্চিত করলো চিকিৎসা

অসুস্থ ছানাকে নিয়ে হাসপাতালে গিয়েই থেমে থাকেনি মা বিড়াল; নিশ্চিত করেছে চিকিৎসাও।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে হাসপাতালগুলো দুর্বিষহ পরিস্থিতি মোকাবেলা করছে। এরমধ্যেই কিনা এক মা বিড়ালের কারণে অন্যরকম এক অনুভূতির স্বাদ পেলেন তুরস্কের ইস্তাম্বুলের একটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। সম্প্রতি, মা বিড়ালটি তার অসুস্থ ছানাকে মুখে করে নিয়ে হাজির হয় সেই হাসপাতালে। ডাক্তার-নার্সরা যে জায়গাটিতে বসে ঠিক সেখানেই চলে যায় সে।

এমন কাণ্ডে হতবাক হলেও বিড়ালের প্রত্যাশা পূরণে একটুকু কার্পণ্য করেননি তারা। পেশাদারিত্বের পরিচয় দিয়ে ছোট্ট সুন্দর আর নরম বিড়ালছানাটিকে পরম মমতায় কোলে তুলে নেন তারা। তাকে সার্বিকভাবে পরীক্ষা করে দেখেছেন, কোনো সমস্যা আছে কিনা। পুরোটা সময় মা বিড়ালটি ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের পাশে পাশে ছিল। এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করেনি সন্তানকে।

বিড়াল ছানাটির ‘ক্যাট স্ক্যান’ শেষে তাদেরকে দুধ আর খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। এসব পেয়ে মা বিড়াল আর ছানাও যেন আশ্বস্ত হয় খানিকটা।

মা ও ছানা উভয়েরই স্বাস্থ্য ঠিক থাকলেও অধিকতর নিরীক্ষার জন্য তাদের বিশেষজ্ঞ পশু ডাক্তারের কাছে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply