নোটিশ ছাড়া কারখানা বন্ধ করে দেয়ার প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ির সামনের সড়ক অবরোধ করেছেন একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা। সকাল থেকে সড়কে অবস্থান নেন তারা।
শ্রমিকদের অভিযোগ, আবেদিন গার্মেন্টসের মালিক কোন ধরনের নোটিশ ছাড়াই কারখানা বন্ধের ঘোষণা দিয়েছেন। শ্রমিকদের দাবি, গেল দু’মাসের বেতন পরিশোধ করা হয়নি। অবিলম্বে বেতন-ভাতা পরিশোধ করে কারখানা খুলে দেয়ার দাবি জানান তারা।
এদিকে, সড়ক অবরোধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। কয়েকটি অ্যাম্বুলেন্সও আটকা পড়ে। পুলিশ জানিয়েছে, তারা মালিকপক্ষের সাথে কথা বলার চেষ্টা করছেন। যাত্রীদের ভোগান্তি দূর করতে শ্রমিকদের রাস্তা ছেড়ে দেয়ার আহ্বান জানান তারা।
Leave a reply