গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৪৭ জন, মোট সুস্থ ১২০৯

|

দেশে গত ২৪ ঘণ্টায় ১৪৭ জন করোনা আক্রান্ত সুস্থ হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য আধিদফতর। সর্বশেষ তথ্যমতে এ নিয়ে দেশে মোট এক হাজার ২০৯ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। আজ সোমবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে আরও জানানো হয় ঢাকা ডিভিশনে ১১ জন, চট্টগ্রাম ডিভিশনে ৭, রাজশাহী ডিভিশনে ৩, ময়মনসিংহে ১৭ জন, রংপুরে ৪ জন এবং সিএমএইচ এ ১৪ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

এছাড়া ঢাকা শহরের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে করোনা রোগী ছাড়া পায় তার তালিকা হলো নিম্নরূপ-
কুয়েত মৈত্রী হাসপাতালে সুস্থ হয়েছেন ১৩, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ১১,
ঢাকা মহানগর হাসপাতালে সুস্থ হয়েছেন ৭ জন, রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে ১৩ জন, লালকুঠি হাসপাতালে থেকে ৪ জন ও মুগদা মেডিকেল হাসপাতালে ১৪ জন।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ৬৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ১০ হাজার ১৪৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে দেশে মোট মারা গেছেন ১৮২ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৩১৫ টি এবং পরীক্ষা করা হয় ৬ হাজার ২৬০ টি।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply