স্টাফ রিপোর্টার, নাটোর:
করোনাভাইরাসের নমুনা পরীক্ষার এক হাজার কিট নাটোরের সিভিল সার্জনের হাতে তুলে দিয়েছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। সোমবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমানের হাতে কিটগুলো তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজসহ সিভিল সার্জন অফিসের অন্যান্য কর্মকর্তারা।
সংসদ সদস্য শিমুল বলেন, এখন পর্যন্ত নাটোর জেলায় ৯ জন ব্যক্তির শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। এরমধ্যে একজন চিকিৎসক ও একজন নার্সসহ স্বাস্থ্য কমপ্লেক্সের একজন টেকনোলজিস্ট ও রয়েছেন। এরপর থেকেই এই জেলায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেকেই তাদের নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করছেন।
এসব বিষয় বিবেচনা করে দ্রুত করোনাভাইরাস শনাক্তের জন্য নমুনা প্রেরণ করতে যাতে কোন অসুবিধা না হয় সে জন্যেই নিজস্ব অর্থায়নে তিনি এই নমুনা পরীক্ষার কিটগুলো স্বাস্থ্য বিভাগকে উপহার হিসেবে দেন। প্রয়োজনে আরো কিট সংগ্রহ করে দেওয়ার আশ্বাসও দেন তিনি।
Leave a reply