সুপ্রিম কোর্টে ঝুলে আছে নেতানিয়াহু’র ভাগ্য

|

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন সরকার গঠন করতে পারবেন কি না তা নির্ধারণে দু’দিনের শুনানি শুরু হয়েছে দেশটির সর্বোচ্চ আদালতে।

চলমান রাজনৈতিক দ্বন্দ্ব নিরসনে গত মাসে প্রতিদ্বন্দ্বী বেনি গান্টজের সাথে জোট সরকার গঠনে চুক্তি করেন নেতানিয়াহু। তবে বিরোধী রাজনৈতিক দলসহ বেশ কয়েকটি পর্যবেক্ষণকারী সংস্থার পিটিশনের প্রেক্ষিতে, নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণের দায়িত্ব নেয় সুপ্রিম কোর্ট। শুনানি চলাকালে আদালতের বাইরে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করে অনেকে। সুপ্রিম কোর্টের রায় নেতানিয়াহুর বিপক্ষে গেলে আবারও আগাম নির্বাচন হতে পারে ইসরায়েলে।

২০১৯ এর এপ্রিলের পর এরই মধ্যে তিন দফা জাতীয় নির্বাচনের পথে হেঁটেছে দেশটি। রাজনৈতিক অচলাবস্থায় অর্থনৈতিক সংকটও বেড়েছে ইসরায়েলে। এর মধ্যেই আবার করোনা মহামারিতে নাকাল দেশটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply