করোনাভাইরাসের সংক্রমণে যেন থমকে আছে জীবন। ক্রিকেটাররা আর ঘরবন্দি থাকতে চান না। আন্তর্জাতিক ম্যাচ যেদিনই হোক না কেন, তাতে কোনো সমস্যা দেখছেন না তারা। মাঠে ফেরার জন্য অস্থির বাঁ-হাতি ব্যাটসম্যান সৌম্য সরকার ও ডান-হাতি পেসার তাসকিন আহমেদ। এদিকে করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে ব্যাট-বল নিলামে তুলেছিলেন বাংলাদেশের এ দুই ক্রিকেটার। রোববার রাতে কয়েক ঘণ্টা ধরে চলা নিলামে সৌম্যর ব্যাট ও তাসকিনের বল সাড়ে আট লাখ টাকায় বিক্রি হয়। একটি ব্যাংক দু’জনের এই দুটি ক্রিকেট সরঞ্জাম কিনে নিয়েছে। তবে টাকার লেনদেন পরিশোধ না হওয়ায় কাল সন্ধ্যায়ও ব্যাংকের নাম জানায়নি নিলাম প্রতিষ্ঠান অকশন ফর অ্যাকশন। অকশনের সময় সৌম্যর স্ত্রীও লাইভে আসেন। সৌম্য বলেন, ‘খেলা কবে শুরু হবে সেটা এখন ভাবনায় নেই। মাঠে ফেরার জন্য ব্যাকুল হয়ে আছি। মাঠে ফিরতে চাই।’ তাসকিন বলেন, ‘আমারও একই কথা। আগে মাঠে ফিরতে চাই। আমরা খেলার মানুষ। মাঠে না থাকলে ভালো থাকা যায় না। কিন্তু পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই জানি।’
নিলামে সৌম্যর ব্যাট সাড়ে চার লাখ ও তাসকিনের বল চার লাখ টাকায় বিক্রি হয়। করোনাভাইরাস মোকাবেলায় তহবিল সংগ্রহে সৌম্য তার দ্রুততম টেস্ট সেঞ্চুরির (২০১৯ সালে নিউজিল্যান্ডে) ব্যাট নিলামে তোলেন। তাসকিন নিলামে তোলেন ওয়ানডেতে পাওয়া হ্যাটট্রিকের বল। নিলাম প্রতিষ্ঠানের উদ্যোক্তা প্রীত রাজ বলেন, ‘সাকিবের ব্যাট বিক্রির পর দ্রুত আমরা চেক পেয়ে গিয়েছিলাম। কিন্তু এখন সময় খারাপ। আর সবাই অনলাইন প্রক্রিয়া ভালো বোঝেন না। তাই দেরি হচ্ছে কিছু বিষয় নিয়ে। আর লেনদেন সম্পন্ন না হওয়া পর্যন্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আমরা বলতে চাচ্ছি না।’ নিলাম থেকে পাওয়া অর্থের পুরোটাই করোনাভাইরাস দুর্গতদের জন্য খরচ করা হবে।
Leave a reply