পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে প্রথমবারের মত একজন পুলিশ সদস্য ও এক বিদেশ ফেরতের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ২৯ জনে।
নতুন আক্রান্ত ওই পুলিশ সদস্য (৩২) পটুয়াখালী পুলিশ লাইনস-এ কর্মরত। অপরজনের (২৬) বাড়ি জেলার দুমকি উপজেলায়। সম্প্রতি তিনি মালয়েশিয়া থেকে এসেছেন। ঢাকার আইইডিসিআর থেকে নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে প্রথমবারের মত পুলিশ সদস্য করোনা আক্রান্ত হওয়ায় তার সংস্পর্শে আসা ১২ পুলিশসহ মোট ৩১ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা যায়। অপরদিকে পুলিশ সুপার সোহাম্মদ মাইনুল হাসান জানান, আক্রান্ত ওই পুলিশ সদস্য পরিবার নিয়ে শহরে ভাড়া বাড়িতে থাকতেন। তার সাথে থাকা লোজজনদের হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।
Leave a reply