জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে নিহত ১

|

লাশ উদ্ধার করছেন ফায়ার সার্ভিস কর্মীরা

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক অটো রিকশার চালকের মৃত্যু হয়েছে। বিকেলে শহরের হাসপাতাল রোডে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আফসার উদ্দিন জানান, ঝড়ে রাস্তার পাশের একটি পুরাতন গাছ ভেঙ্গে অটো রিকশার উপর পড়ে। এতে গাছচাপা পড়ে ঘটনাস্থলেই মান্নান নামে ৫০ বছর বয়সী ওই অটো রিকশা চালকের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।

নিহত অটো রিকশা চালক মান্নান শহরের নাউভাঙ্গা চর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি মেলান্দহ উপজেলার ফুলকোঁচা ইউনিয়নের রেখির পাড়া গ্রামে। সে ওই গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply