লকডাউনে বাসায় প্রেমিকার প্রবেশ, শীর্ষ বিজ্ঞানীর পদত্যাগ

|

লকডাউনে বাসায় প্রেমিকাকে আসার অনুমতি দেয়ার দায়ে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের শীর্ষ বিজ্ঞানী অধ্যাপক নিল ফার্গুসন। ফার্গুসন সায়েন্টিফিক এডভাইজরি গ্রুপের (এসএজিই) একজন প্রভাবশালী বিজ্ঞানী ছিলেন। ব্রিটিশ সরকার করোনাভাইরাস মহামারি নিয়ে যেসব গাইড পলিসি দিচ্ছে তাতে সহায়তা করছিলেন তিনি। বিদায়ী বার্তায় তিনি লেখেন, নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন তিনি। এ খবর দিয়েছে স্কাই নিউজ।

প্রতিবেদনে বলা হয়, দ্য টেলিগ্রাফ পত্রিকা রিপোর্ট করেছে যে, নিল ফার্গুসন তার একজন বান্ধবী ও প্রেমিকা অ্যান্তোনিয়া স্ট্যাটসকে নিজের বাড়িতে প্রবেশ করতে দিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি সরকারি নিয়ম ভঙ্গ করেছেন।

নিল ফার্গুসন বলেন, আমি ভুল কাজ করেছি। তাই এসএজিই থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। আমার করোনা ভাইরাস পজেটিভ এসেছিল পরীক্ষায়। এ লক্ষণ দেখা দেয়ার পর প্রায় দুই সপ্তাহ নিজেকে পুরোপুরি আইসোলেট করে রেখেছিলাম। এই ভয়াবহ মহামারিকালে সামাজিক দূরত্ব বজায় রাখার নীতি মানতে পারিনি। এ জন্য আমি গভীর দুঃখ প্রকাশ করছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply