ভারতে দ্রুতগতিতে বাড়ছে করোনাভাইরাসের বিস্তার। প্রায় চার হাজার নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে গেলো ২৪ ঘণ্টায়। এ নিয়ে দেশটিতে কোভিড নাইনটিনে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার। গেল তিনদিনেই আক্রান্ত হয়েছেন ১০ হাজার মানুষ।
সরকারি তথ্য বলছে, ২ মে সংক্রমণের হার ৪ দশমিক ৮ থেকে বেড়ে, পাঁচদিনের ব্যবধানে এখন তা ৬ দশমিক ৬ শতাংশ। আগে প্রতি ১৫ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছিল, যা এখন ১০ দিনে এসে ঠেকেছে। বুধবার রেকর্ড সংক্রমণ ধরা পড়ে দিল্লিতে। এছাড়াও লকডাউনের মধ্যেই পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে উত্তর প্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গসহ নয় রাজ্যে। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার ঘোষিত লকডাউন ১৭ মে শিথিলের কথা থাকলেও, এ তারিখ বাড়িয়ে ২৯ মে করেছে তেলেঙ্গানা রাজ্য সরকার। ৫৩ হাজার আক্রান্তের মধ্যে এ পর্যন্ত প্রাণ গেছে প্রায় ১৮শ’ ভারতীয়র; সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার।
Leave a reply