করোনা প্রতিষেধক ‘রেমডেসিভি’র খরচ কত?

|

একজন করোনা রোগীর ১০ দিনের কাের্সের জন্য (১০টি ডোজ) রেমডেসিভির উৎপাদন খরচ পড়বে ৯.৩২ ডলার। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো একটি নন প্রফিট সংস্থার বরাতে এই তথ্য জানায়। যা বাংলাদেশি টাকায় ৭৯২ টাকা মাত্র।

হিসেব অনুযায়ী এক ডোজ রেমডেসিভিরের মূল্য ৮০ টাকারও কম পড়বে। আমেরিকার আরেক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জার্নাল অব ভাইরাস ইরাডিকেশন-এ প্রকাশিত একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে জানাচ্ছে, করোনা প্রতিরোধের ওষুধ রেমডিসিভির ডোজ প্রতি সর্বনিম্ন এক ডলারের কমে (৮৫ টাকা) প্রস্তুত করা সম্ভব।

এর আগে, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কার্যকর হিসেবে প্রমাণিত ওষুধ রেমডেসিভির উৎপাদনের জন্য অনুমতি দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। প্রাথমিকভাবে দেশের ছয়টি কোম্পানিকে এই অনুমতি দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply