গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারী খাস ৭৫টি পুকুর ইজারায় নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এবং ইজারা বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছেন মৎসজীবিরা।
দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে গোবিন্দগঞ্জ মৎসজীবি সমিতি। সামাজিক দুরত্ব বজায় রেখে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন এলাকার মৎসজীবি নারী-পুরুষ।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, দরপত্র আহবানের মাধ্যমে গত ৫ মে গোবিন্দগঞ্জের ৭৫টি সরকারী পুকুর ইজারা প্রদানের সিদ্ধান্ত দেয় উপজেলা প্রশাসন ও ইজারা ব্যবস্থাপনা কমিটি। কিন্তু এসব পুকুর লিজে মানা হয়নি নীতিমালা। অন্তত ১৮টি নাম সর্বস্ব মৎসজীবি সমিতিকে পুকুর লিজ দেয়া হয়েছে। অথচ সমিতিতে মৎসজীবি নাই, জড়িতরা অধিকাংশ বিভিন্ন পেশার।
মৎসজীবিদের দাবি, অনিয়ম-দুর্নীতির মাধ্যমে পুকুর লিজের কারণে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় প্রকৃত মৎসচাষীরা। এতে মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। দ্রুত এসব পুকুরের লিজ বাতিল করে পুনঃদরপত্রের আহবান এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও তাদের।
Leave a reply