জামালপুর প্রতিনিধি:
জামালপুরে একদিনেই রেকর্ড ২২ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে একজন চিকিৎসক, ৫ নার্সসহ ৯ স্বাস্থ্যকর্মী রয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৩ জনে।
জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শফিকুজ্জামান জানান, ঢাকা ল্যাবে নমুনা পরীক্ষায় ১৮ জন ও ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার রিপোর্টে ৪ জনসহ মোট ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদের মধ্যে শুধু ইসলামপুরের নতুন আক্রান্ত হয়েছে ১১ জন। এছাড়াও নতুন করে সদরে ৭ জন, মেলান্দহে ৩ এবং মাদারগঞ্জে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক, ৫ জন নার্স, ২ জন সরকারী ও ২ জন বেসরকারি স্বাস্থ্যকর্মী রয়েছেন।
Leave a reply