বাংলাদেশকে করোনা মোকাবেলায় ২২ মিলিয়ন ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

|

বাংলাদেশকে করোনাভাইরাস তথা কোভিড-১৯ মোকাবেলায় সহায়তা হিসাবে ২২ মিলিয়নের বেশি ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএসএআইডি এবং সিডিসি- এর মাধ্যমে এই অনুদান দেয়া হয়।

এই তহবিল বাংলাদেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের ধারাবাহিকতা। করোনা প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্র সারাবিশ্বে স্বাস্থ্যখাতসহ বিভিন্ন খাতে সহায়তা হিসেবে ৯০০ মিলিয়ন ডলারের অধিক অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। এই তহবিলের মাধ্যমে বিশ্বের ১২০টি দেশের মানুষের সেবা নিশ্চিত করা হয়েছে।

এছাড়াও এই তহবিলের মাধ্যমে বাংলাদেশের ডাক্তারদের জন্য কোভিড-১৯ বিষয়ে বিনামূল্যে অনলাইনে প্রশিক্ষণ দেয়া হবে। অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে সেই প্রশিক্ষণের কার্যক্রমের উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার। এসময় মিলার করোনা মোকাবেলায় সরকার, চিকিৎসক ও সংশ্লিষ্টদের অবদান তুলে ধরে প্রশংসা করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply